ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - দিনে রান্না করলেই দুই বছরের জেল!

দিনে রান্না করলেই দুই বছরের জেল!

আজকের মঠবাড়িয়া ডেস্ক : একেই তো সূর্যের প্রচন্ড তাপ! তার উপর আবার রয়েছে উনুনের আগুন। সেও কিছু কম যায় না। তার জেরেই গত ২ সপ্তাহে বিহারে ৬৬ জন মানুষ এবং প্রায় ১২০০ পশুর মৃত্যু হয়েছে। উপায় না দেখে প্রতিকার হিসেবে বিহার সরকার জারি করল এক আজব ফরমান- দিনের বেলা রান্না করা যাবে না।

বিহার সরকার রাজ্যের হাল ফেরাতে সম্প্রতি যে ফরমানটি জারি করল, তার মোদ্দা কথা এটাই! সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রান্না করা যাবে না। করলে সরকারি তরফে শাস্তি হিসেবে প্রাপ্য হবে হাজতবাস। তাও পাক্কা ২ বছরের! শুধু রান্নাই নয়, এই সময়ে ধর্মীয় কারণেও আগুন জ্বালানো যাবে না।

নীতীশ কুমারের সরকারের বক্তব্য খুব স্পষ্ট। একেই তো প্রচন্ড তাপ মাথায় নিয়ে উনুনের আগুনের সামনে বসে থাকায় হিটস্ট্রোকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন অনেকেই। তার উপর দমকা হাওয়ায় উনুন থেকে আগুনের ফুলকি উড়ে যাচ্ছে ইতিউতি। শুকনো এই মরশুমে তা সহজেই বেশ বড়সড় অগ্নিকান্ডের চেহারা নিচ্ছে। বেগুসরাইতেই গত সপ্তাহে এভাবে পুড়ে ছাই হয়েছে ৩০০টি কুঁড়ে। এরকম অবস্থায় হাতের কাছে পানিও পাওয়া যাচ্ছে না আগুন নেভানোর। তাই রাজ্য এবং রাজ্যবাসীর পরিত্রাণে এই বন্দোবস্ত!

সরকারের জানানো হয়েছে, অনেকেই রয়েছেন বিপন্নতার মধ্যে। তাই এরকম ফরমান জারি করা হল। আমরা হুট করে কিন্তু এই পদক্ষেপ নিইনি। রীতিমতো সমীক্ষা করে, দুর্গতির কারণ খুঁজে তবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকী, হাজতবাসের ব্যাপারটাও ধার্য হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর এবং আইনকে প্রাধান্য দিয়েই।

কিন্তু, উদ্যোগের ধরন একটু আজব হওয়ায় প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ এই নিয়ম মেনে চলবেন তো?

Leave a Reply

x

Check Also

কাউখালীতে টানা তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার পক্ষে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন বিএনপি নেতা এইচ.এম.দ্বীন মোহাম্মদ

কাউখালী সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের মাঝে ...