ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - সুইডেনের নারীদের সহায়তায় শুক্রাণু দাতারা

সুইডেনের নারীদের সহায়তায় শুক্রাণু দাতারা

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ চলতি মাসে সুইডেনের নারীরা কৃত্রিমভাবে গর্ভধারণে সক্ষম হওয়ার বৈধতা লাভ করেছেন। মালমৌ শহরের শুক্রাণু দাতারা এখন গর্ভধারণে আগ্রহী নারীদের সহায়তায় ছুটে চলছেন দ্রুতই।

সুইডেনের পত্রিকা দ্য লোকালের খবরে বলা হয়, সুইডেনের সেন্টার ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন ধারণা করেছিল আইনটি পাশের পর এপ্রিল মাসে শুক্রাণু সংকটে পড়তে পারে সুইডেন। তখন থেকেই দাতারা এগিয়ে আসতে থাকেন।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা মার্গারেট কিটলিনস্কি এক রেডিও বার্তায় বলেন, ‘খবরটি ছড়িয়ে পড়লে অনেক মানুষ সহায়তার জন্য রাজি হয়। আমরা খুব ভাল সাড়া পেয়েছি। প্রচুর লোক যোগাযোগ করে জানিয়েছে, শুক্রাণু দিতে রাজি।’

সুইডেনের জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এরমধ্যেই কৃত্রিম এ প্রজননে প্রায় ৮’শ নারী আগ্রহ প্রকাশ করেছে। বছরের প্রথম দিকেই তারা আবেদন করে ফেলে।

যদি এই হারে নারীরা আবেদন করতে থাকে, তবে চলতি বছর ক্লিনিকগুলোকে ৩ হাজার ৪’শ নারীর কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে হতে পারে।
সূত্রঃ বর্তমান বিডি ২৪ডট কম

Leave a Reply

x

Check Also

কাউখালীতে টানা তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার পক্ষে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন বিএনপি নেতা এইচ.এম.দ্বীন মোহাম্মদ

কাউখালী সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষদের মাঝে ...