ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - নাজিরপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

নাজিরপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান ওই হত্যা মামলায় আত্মসমর্পন করে জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান।

অন্যরা হলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি থেকে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আছাদুজ্জামান শিকদার, উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, কালাচান বয়াতী, হানিফ শেখ, হায়দার ও শহীদুল। জামিন নিতে গেলে আদালত তাদেরও কারাগারে পাঠান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাটি কাটার লেবার সর্দার ইলিয়াসের সঙ্গে স্থানীয়দের টাকা লেন-দেন নিয়ে তিনি হামলার শিকার হয়ে নিহত হন। আর এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খানের নাম না থাকলেও তাকে হয়রানি করতে পরবর্তীতে এ মামলায় জড়িয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের কলাতলা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আলী হামলার শিকার হন। গুরুতর আহত ইলিয়াছ আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৬ অক্টোবর রাতে মারা যান। ওই মামলায় নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত ১১ মার্চ চার্জশিট দাখিল করে পুলিশ।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...