ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কাশিমপুরে নিহত কারারক্ষী রুস্তুম এর নিজ বাড়িতে শোকের ছায়া

কাশিমপুরে নিহত কারারক্ষী রুস্তুম এর নিজ বাড়িতে শোকের ছায়া

আজকের মঠবাড়িয়াঃ আজ সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে দূর্বৃত্তদের গুলিতে নিহত সদ্য অবসর প্রাপ্ত প্রধান কারারক্ষী রুস্তুম আলী পঞ্চায়েত (৬২) এর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে নিহত রুস্তুমের বাড়িতে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর ভীর দেখা যায়। এলাকায় রুস্তুম সদালাপী ও ভালো লোক হিসেবেই তাকে জানতো। ওই গ্রামের বাড়িতে টিনসেট দ্বিতলা ভবনে আপনজন কেই না থাকলেও বাড়ির কেয়ারটেকার দুঃসম্পর্কের আত্মীয় রুস্তুম দফাদার তার পরিবার পরিজন নিয়ে থাকেন এবং বাড়িটি দেখাশুনা করেন। নিহত রুস্তুম ওই গ্রামের মৃত মন্নান পঞ্চায়েতের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রুস্তুম সবার বড়।

নির্মান শ্রমিক রুস্তুম (কেয়ারটেকার) জানান, বাড়ির মালিক রুস্তুম আলী পঞ্চায়েত ও স্ত্রী নাসরিন এবং একমাত্র কন্যা নাহিদাকে নিয়ে কাশিমপুর কারাগারের আবাসিক কোয়াটারে বসবাস করতো। গত দুমাস আগে সে চাকরী থেকে পিআরএল-এ যান।

গতবছর তার ছোট বোন খোদেজা বেগমের মৃত্যুতে গ্রামের বাড়িতে এসেছিল। এরপর আর বাড়ি আসেনি।

সরেজমিনে কথা হয় তার বাল্য বন্ধু নির্মল চন্দ্র শিকদার এর সাথে। তিনি জানান, এলাকায় রুস্তুম অনেক বেকার যুকবদের চাকরী সুযোগ করে দিয়েছেন। তিনি চাকরীর সুবাদে দূরে থাকলেও সার্বক্ষনিক এলাকার লোকজনের খোজ-খবর নিত।

নিহত রুস্তুমের ভাগ্নে ও বরিশাল কারাগারের কারারক্ষী মোঃ সৈয়দ স্বাধীনবাংলা’কে জানান, মামার লাশ কোথায় কবর দেয়া হবে তা এখন পর্যন্ত (সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট) পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, নিহতের মেঝ ভাই জামাল কুষ্টিয়া জেলা কারাগারে কারারক্ষী এবং ছোট ভাই শাহ আলম বাগেরহাটের ব্যবসায়ী।
(সুত্রঃ স্বাধীনবাংলা২৪ডটকম)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...