ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়া হাসপাতালে নিন্মমানের খাবার সরবরাহের অভিযোগ

মঠবাড়িয়া হাসপাতালে নিন্মমানের খাবার সরবরাহের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিন্ম মানের খাবার দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিশেষ দিবসে উন্নত মানের খাবার দেয়ার নিয়ম থাকলেও তা দেয়া হয় না। সেলিম মিয়া নামের স্থানীয় এক সমাজসেবক এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহকারী ঠিকাদার শহিদুল হক রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন না করার খবর পেয়ে সম্প্রতি সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী হাসপাতাল পরিদর্শন করে সত্যতা পান। পরে তার বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অভিযোগ দাখিল করতে বলেন।

এছাড়া ওই ঠিকাদার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী, পহেলা বৈশাখ, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চসহ জাতীয় দিবসে উন্নত খাবার পরিবেশন করার লিখিত নির্দেশ থাকা সত্বেও উন্নত খাবার পরিবেশন করছে না।

অন্যদিকে ডায়রিয়া বিভাগের রোগীদের মাঝেও পথ্য সরবরাহ নিয়মিত না করে মাঝে মাঝে আংশিক সরবরাহ করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিলুফা বেগম (২০) জানান, হাসপাতাল থেকে যে খাবার দেয়া হয় তা খেলে রোগীরা আরও অসুস্থ্ হয়ে পরে।

সূত্রে যানাযায়, ঠিকাদার শহিদুল হক রোগীদের পথ্য সরবরাহ না করে আর এক ঠিকাদার শাহিন মিয়া কর্তৃক পথ্য সরবরাহ করান। অতিরিক্ত দায়িত্বরত ঠিকাদার শাহিন মিয়া অধিক লাভের আসায় সিডিউল অনুযায়ী খাবার সরবরাহ না করে রোগীদের মাঝে নিন্মমানের খাবার পরিবেশন করে আসছে।

এ ব্যপারে দায়িত্বে থাকা ঠিকাদার শাহিন মিয়া আনিত অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম মাফিকই খাবার সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুমুল হকের সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...