ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - রির্জাভের অর্থ চুরির ব্যাখ্যা অর্থমন্ত্রীকে দিতে হবে- এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজী

রির্জাভের অর্থ চুরির ব্যাখ্যা অর্থমন্ত্রীকে দিতে হবে- এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজী

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ রিজার্ভ চুরির অর্থ কত দিনে ফেরত আনা সম্ভব হবে তা জানানোর জন্য অর্থমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। রোববার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ব্যাখ্যা জানতে চান।
ডা. রুস্তম আলী ফরাজী বলেন, অর্থমন্ত্রী এর দায়িত্বে আছেন। তাকেই এব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ, আমরা জানি। কিন্তু জাতিকে তো আশ্বস্ত করতে হবে। আমরা এত দিনের মধ্যে চুরি হওয়া রিজার্ভ ফিরে পাব।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে কিভাবে ঢুকলো আর কিভাবে রির্জাভের টাকা চুরি হলো তার ব্যাখ্যা অর্থমন্ত্রীকে দিতে হবে। ঘটনার দিন ছিল শুক্রবার। এই বন্ধের দিন কারা ব্যাংকে কিভাবে ঢুকলো তা খতিয়ে দেখতে হবে। এই টাকা ফেরত আনতে হবে এবং সংশ্লিষ্টদের বিচার করতে হবে। এ ঘটনায় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। ডেপুটি গভর্নরও পদত্যাগ করেছেন। কিন্তু মূল অপরাধীরা এখনো ধরা পড়েনি।

রুস্তম আলী ফরাজী বলেন, এ ঘটনা আমাদের জন্য সর্তকবাণী। আমরা সর্তক না হলে পুরো রিজার্ভই চুরি হয়ে যাবে। এ জন্য অর্থমন্ত্রীর জাতিকে আশ্বস্ত করতে হবে। চুরি যাওয়া অর্থ কতদিনে ফেরত আনা যাবে তা জাতিকে জানাতে হবে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...