ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - তীর্থ করবেন মা, কাঁধে নিয়ে ৩৭ হাজার কিমি পথ পার ছেলের

তীর্থ করবেন মা, কাঁধে নিয়ে ৩৭ হাজার কিমি পথ পার ছেলের

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ ২০ বছর। ৩৭ হাজার কিমি পথ। রামায়ণের শ্রবন কুমারের মতোই জব্বলপুরের কৈলাস গিরি দীর্ঘ ২০ বছর ধরে তাঁর মা-কে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন তীর্থস্থানে।

এখন আর মনে পড়ে না, ঠিক কবে তাঁর কাছে মা কীর্তি দেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন পায়ে হেঁটে চার ধাম-এ তীর্থ করতে যাওয়ার, কিন্তু মা-কে নিয়ে তিনি তীর্থযাত্রা শুরু করেছিলেন ঠিক ২০ বছর আগে, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে।

৪৮ বছর বয়সী কৈলাস গিরি এখনও পর্যন্ত পেরিয়ে এসেছেন ৩৬,৫৮২ কিমি।

বুধবারই তাঁর পৌঁছানোর কথা মথুরার বাঁকে বিহারি মন্দিরে। এখন তাঁর মায়ের বয়স ৯২ বছর।

চোখে আর দেখতে পান না। বেঁচে থাকার একটাই লক্ষ্য চার ধাম দর্শন। মা-র এই ইচ্ছাই এখন কৈলাসের জীবনের পরম ধর্ম।

২৮ বছর বয়সে শুরু করেন যাত্রা। পিঠে একটা বড় ঝুড়িতে মাকে বসিয়ে পায়ে হেঁটে পৌঁছে যান এক তীর্থ ক্ষেত্র থেকে অন্যত্র।

কৈলাস ছাড়া আর কেউ নেই কীর্তি দেবীর জীবনে। স্বামী, বড় ছেলে, মেয়ে সবাই মারা গিয়েছেন। জীবনের একমাত্র সম্বল এখন কৈলাস।

আর তাই তিনি মায়ের ছোটবড় সব ইচ্ছা পূর্ণ করতে চান।

প্রতিদিন সকাল ৬.৩০টায় যাত্রা শুরু করেন। সারা দিনে ৪-৫ কিমি পথ পাড়ি দেন। চলার পথে দয়ালু মানুষরা তাঁদের খাবার ও হাত খরচের যোগান দেন। আর তাতেই দিব্যি চলে যায় মা-ছেলের।

বাঁকে বিহারির মন্দির ছাড়াও আগ্রার তাজ মহল দেখারও খুব ইচ্ছে কৈলাসের। এখনও পর্যন্ত মাকে নিয়ে ঘুরে এসেছেন কাশি, অযোধ্যা, চিত্রকূটস, রামেশ্বরম, তিরুপতি, পুরী, জনকপুর (নেপাল), কেদারনাথ, ঋষিকেশ, হরিদ্বার, দ্বারকা, মহাবালেশ্বর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

মেহেদী হাসানঃ 🔴পিরােজপুর জেলার মঠবাড়িয়ার সােনাখালি জমিদার বাড়িটি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের অনন্য স্বাক্ষী ...