ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - সিম নিবন্ধনে জনগণ সহযোগিতা করছে : তারানা হালিম

সিম নিবন্ধনে জনগণ সহযোগিতা করছে : তারানা হালিম

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ জনগণ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার জাতীয় প্রেসক্লাবে ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে এয়ারটেল- এর সচেতনতা র‌্যালির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তারানা হালিম বলেন, সিম নিবন্ধনের সময়সীমা কোনো ভাবেই বাড়ানো হবে না। যারা ৩০ তারিখের মধ্যে সিম নিবন্ধন করবে না, তাদের ১ তারিখে কিছু সময়ের জন্য সংযোগটি বন্ধ করে সতর্ক করা হবে। ওই দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে স্থায়ীভাবে সংযোগটি বন্ধ করা হবে।

তিনি বলেন, এ পর্যন্ত ৭ কোটির বেশি সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। যা আমাদের লক্ষমাত্রা পূরণে করতে সমর্থ হয়েছে। এ মুহূর্তে আমরা যা আশা করেছিলাম তার চেয়ে অধিক লক্ষমাত্রা অর্জিত হয়েছে। তারপরও কিছু সংখ্যক সিম ঝরে পড়ার সম্ভাবনা রয়েছ।

এযারটেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমি খবই আনন্দিত। আমি বিশ্বাস করি এয়ারটেলের গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করতে সরকারকে সহায়তা করবেন এবং দেশের নাগরিকদের জন্য সুরক্ষা নিশ্চিত করবেন।

এয়ারটেল আয়োজিত সচেতনতা র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসি’র চেয়ারম্যান শাহাজাহান মাহমুদ, এয়ারটেলের সিও পিডি শর্মাসহ আরও অনেকে।
র‌্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনার হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...