ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভূমিকম্প হলে করণীয়’ শীর্ষক ক্যাম্পিং

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভূমিকম্প হলে করণীয়’ শীর্ষক ক্যাম্পিং

আজকের মঠবাড়িয়া: ‘ভূমিকম্প হলে করণীয়’ শীর্ষক ক্যাম্পিং-এর উদ্বোধনে নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, নতুনধারা দেশ ও মানুষের মুক্তির জন্য নিবেদিত। আর তাই আমরা শীতকালে যেমন শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি, ঠিক একইভাবে বাংলাদেশে আসন্ন ভূমিকম্প থেকে বাঁচতে সচেতনতা তৈরির লক্ষে রাজপথে নেমেছি। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সচেতনতা তৈরির জন্য ঐক্যবদ্ধ করছি।
জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ-এর সভাপতিত্বে অদ্য সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবি’র সভাপতি মাহামুদ হাসান তাহের, সহ-সভাপতি ইব্রাহিম খলিল প্রধান, জাতীয় সাংস্কৃতিকধারা’র সাধারণ সম্পাদক ডা. নূরজাহান নীরা, জাতীয় স্বেচ্ছাসেবকধারা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক নূরনবী সোহেল, টিএম ফরহাদ শিমুল, ইউসুফ আল ইরফান, ইশরাত রুবাইয়া প্রমুখ।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, নতুন ধারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...