ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - স্বরূপকাঠীর বলদিয়ায় প্রথমবারের মত বর্নাঢ্য আয়োজনে র‌্যালি প্রদর্শন

স্বরূপকাঠীর বলদিয়ায় প্রথমবারের মত বর্নাঢ্য আয়োজনে র‌্যালি প্রদর্শন

এম. ডি. ইউসুফ, স্বরূপকাঠী: বাংলা বছরের প্রথম দিল পহেলা বৈশাখকে বরন ও যথাযথ আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে প্রথমবারের মত স্বরূপকাঠীর বলদিয়া ইউনিয়নে বর্ষবরণ র্যালির আয়োজন করা হয়েছে। পঞ্চবেকী, রাজাবাড়ী ও বয়া এলাকার যুবসমাজের উদ্যোগে এ বর্ষবরণ র্যালি – ১৪২৩ উদযাপন করা হয়।
Rally pic (5)
বেলা আনুমানিক ৯ টার সময় র্যালির যাবতীয় কার্যক্রম শুরু হয়। র্যালিতে বাঙালি জাতির ঐতিহ্য রক্ষায় বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক প্রদর্শনী করা হয়। এর মধ্যে কৃষক, গাঁয়ের বধু, পুঁথিপাঠ, তালপাতার ছাত্র, বাল্য বিবাহ, কবি, চৌকিদার, গাছি, মাতবর, জমিদার, পন্ডিত, বর-কনে, নাপিত, পান বিক্রেতা, মাছ বিক্রেতা, সাংবাদিকসহ প্রায় ৫০ টি বিষয় র্যালিতে স্থান পায়।

স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে র‌্যালির সার্বিক তত্ত্বাবধান করেন। জাতি ধর্ম নির্বিশেষে বলদিয়ার সকল জনসাধারণ অত্র র্যালিতে অংশগ্রহণ করে।
Rally pic (2)
র‌্যালি পরিচালনা কতৃপক্ষ জানায়, প্রথমবারের মত একটি র‌্যালি আয়োজন ও পরিচালনা করা কষ্টসাধ্য ব্যাপার এবং এটা আমাদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। আমরা ভবিষ্যতে এর ধারা অব্যহত রাখতে চাই।

র‌্যালিটি পঞ্চবেকী হয়ে বিন্না পৌছালে বিন্না বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালিটিকে স্বাগত জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমবারের মত বলদিয়ায় আয়োজিত এ র্যালিটি দেখে আমরা আনন্দিত এবং ভবিষ্যতে আমরা এ ধরনের আয়োজন আশা করছি।

র‌্যালিটি পঞ্চবেকী থেকে শুরু হয়ে রাজাবাড়ী, বিনা ও বয়া প্রদক্ষিণ করে আবার পঞ্চবেকী এসে শেষ হয়।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...