ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

মঠবাড়িয়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

আজকের মঠবাড়িয়া : মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাংলা নতুন বছর ১৪২৩। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কে এম লতীফ ইনস্টিটিউশন, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
IMG_20160414_134350
শোভাযাত্রায় প্রতীকী নৌকা, ঢেঁকি, পালকি, পলো ইত্যাদি বাঙালির ঐতিহ্যিক বিষয় স্থান পায়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তফা জামান খান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া প্রমুখ।
rally
এ ছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী শোভাযাত্রা এবং সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। উদীচীর সংগঠন শিবু সাঁওজালের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদের হালদার, আওয়ামী লীগের সহসভাপতি আরিফ-উল-হক, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, প্রম‍ুখ। উদীচীর অনুষ্ঠানকে ঘিরে কলেজ চত্বরে জমে ওঠে বৈশাখী মেলা। এ ছাড়া মঠবাড়িয়া বাজারে দিনব্যাপী থৌল জমে ওঠে বিকালে। এসব অনুষ্ঠানকে ঘিরে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ মেতে ওঠে বর্ষবরণের আনন্দে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...