ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ‘জিয়া-এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের খলনায়ক’

‘জিয়া-এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের খলনায়ক’

আজকের মঠবাড়িয়া ডেক্স: বিএনপি ও জাতীয় পার্টিকে ‘গণতন্ত্রবিরোধী শক্তি’ হিসেবে আখ্যায়িত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জিয়া-এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, “নানাভাবে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে গণতন্ত্রবিরোধী অপশক্তি সক্রিয়। বিএনপি ও জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রবিরোধী শক্তি।

“সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই দল দুটি ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্ব ও সামরিক শাসনের অপছায়া।”

‘সাম্পদায়িকতা-জঙ্গিবাদীদের প্রকৃত ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেলারেল আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর জেলারেল মোহাম্মদ আলী সিকদার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ রড়ুয়া, সম্মিলিত সামাজিক আন্দোলেনের সভাপতি অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থিনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, “সামরিক শাসনের অপছায়ায় এই দুটি দল থেকে ধর্ম ভিত্তিক রাজনীতি-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আলাদা করে ভাববার কোনো সুযোগ নেই।

“সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দুই খল নায়ক।”

তিনি আরও বলেন, “জিয়ার ক্ষমতা দখল নিয়ে যতই গল্প বানানো হোক না কেন, চূড়ান্ত বিচারে তিনি একজন অবৈধ ক্ষমতা দখলকারী সংবিধান লঙ্ঘণকারী। বাংলাদেশে তাদের তৈরি করা প্রশস্ত পথ ধরেই সাম্প্রদায়িক রাজনীতি পুণরায় প্রতিষ্ঠা পায়।”

বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক শক্তি ও মার্কিন সাম্রাজ্যের হাত রয়েছে দাবি করে আম্বিয়া বলেন, “তারা সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে।”

আইএসের হাতে থাকা অর্থের কিছু অংশ বাংলাদেশেও আসছে বলে মনে করেন তিনি।

“জঙ্গি সংগঠন আইএসের অর্থের কোনো অভাব নেই। প্রতি মাসে তাদের ৬৪০ কোটি টাকা আয় আছে। এই টাকার পুরোটাই তেল বিক্রির টাকা। এই টাকার কিছু অংশ আমাদের দেশেও আসছে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য।”

জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
তথ্য: বিডি নিউজ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...