ব্রেকিং নিউজ
Home - উপকূল - দেশজুড়ে কৃষিতে বিপ্লব ঘটেছে- আনোয়ার হোসেন মঞ্জু

দেশজুড়ে কৃষিতে বিপ্লব ঘটেছে- আনোয়ার হোসেন মঞ্জু

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>
জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন দেশজুড়ে কৃষিতে বিপ্লব ঘটেছে। আমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ন হতে হবে। নচেৎ আমাদেরকে ক্ষতিগ্রস্থ হতে হবে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ার চারটি ইউনিয়নে বেড়ীবাঁধ, ৩৩টি স্লুইচ গেট এবং ৬৯ কিমি. খাল খনন হচ্ছে এগুলো ৬শ কোটি টাকার প্রজেক্ট । যার ফলে মানুষ সারা বছর এ এলাকায় কৃষি কাজ করতে পারবে।

আজ বুধবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থবছরে রবিমৌসুমে ভুট্টা শীতকালীন, গ্রীস্মকালীন শাক সবজী উৎপাদন বৃদ্ধি ভান্ডারিয়ায় ঘুনিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়রিক সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিস মো. নাজমুল আলমের সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়ার অফিসার ইনচার্জ এস. এম .মাকসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী প্রমূখ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে দুর্যোগ ঝুঁকিহ্রাস সংক্রান্ত মহড়া

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং জার্মান রেড ক্রসের সহযোগীতায় “স্ট্রেংথেনিং ...