ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - মঠবাড়িয়ার মিরুখালী ও ধানিসাফার কৃষিজমির বিপর্যয় : জলাবদ্ধতার কবলে তিন হাজার একর জমি অনাবাদি

মঠবাড়িয়ার মিরুখালী ও ধানিসাফার কৃষিজমির বিপর্যয় : জলাবদ্ধতার কবলে তিন হাজার একর জমি অনাবাদি

মঠবাড়িয়া প্রতিনিধি >

পানি নিষ্কাশনের সুষ্ট ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতার কারণে এবারও তিন সহাস্রাধিক একর আমন জমি কৃষকরা আবাদ করতে পারেনি। ফলে ওই এলাকার কয়েক হাজার কৃষক পরিবারে চলছে নীরব কান্না । উপজেলার মিরুখালী ও ধানী শাফা ইউনিয়নে জলাবদ্ধতায় আমন বঞ্চিত কৃষকরা ইরি-বোরো ধান চাষের জন্য জন্ম নেয়া আগাছা পরিস্কার করতে অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে।

জানাযায়, স্থানীয় মিরুখালী ইউনিয়নের ভুতার খালে অপরিকল্পিত বেড়িবাঁধটি এখন মরণ ফাঁদ। এ বাঁধের কারণে আমন মৌসুমে মাঠের পানি অপসারণ না হওয়ায় স্থায়ী জলবদ্ধতায় উপজেলার মিরুখালী ও ধানী সাফা ইউনিয়নের ১২ টি গ্রমের তিন সহ¯্রাদিক জমি অনাবাদি হয়ে পরে আছে। মিররুখালী ইউনিয়নের ছোট শৌলা, বড় শৌলা, উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, দেবীপুর, বাঁশবুনিয়া, পশ্চিম মিরুখালী, বাদুরা, ভগিরথপুর ও ঘোপখালী এবং ধানী সাফা ইউনিয়নের পূর্ব ধানী সাফা ও তেতুলবাড়িয়ার আবাদী জমিতে ৩ থেকে ৪ ফুট পানি থাকায় কৃষকের আমন চাষ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, কাঠালিয়া আমুয়া-মিরুখালী-ধানী সফা খালের উত্তর পারে বেরিবাঁধ না থাকা এবং শাখা খালে অপরিকল্পিত বাঁধ দেয়ার কারনে পানি নিষ্কাশন না হওয়ায় এই ২ ইউনিয়নের জলাবদ্ধাতার কারণ।

সরেজমিনে দেখা গেছে, আমন আবাদ না করতে পেরে ইরি-বোরো চাষের জন্য জলাবদ্ধ জমির কচুরি পানা ও আগাছা পরিস্কার করতে প্রতি একরে অতিরিক্ত ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হওয়ার কারণে কৃষকরা আগাম ইরি বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।

ঘোপখালী গ্রামের কৃষক মো. বোরহান তালুকদার জানান, চলতি আমন মৌসুমে তাদের প্রায় ১৪ একর জমিতে আমন আবাদ হয়নি। একই গ্রামের চাষী বাবুল তালুকদার (৪৫) ও আনেচ তালুকদার জানান, মাঠের স্থায়ী জলবদ্ধতায় তার প্রায় ৬ একর জমি অনাবাদী হয়ে আছে বছরের পর বছর।
জলাবদ্ধ নিরসনে মিরুখালী ইউপি চেয়ারম্যান আবদুস সোবাহান শরীফ জানান, মিরুখালী বাজার থেকে ধানী সাফা বাজার পর্যন্ত খালের উত্তর পারে (৮ কিলোমিটার) বেড়িবাঁধ নির্মাণ এবং মিরুখালী-ঘোপখালী খাল, ধোপার খাল, ডাক্তার বাড়ি খাল, তেুতুল বাড়িয়ার খাল, দেবীপুর খাল, ভগিরথপুর বাজার খাল ও তোফেল হাওলাদার বাড়ির সামনের খালে দ্রুত স্লুইজ গেট নির্মাণের দাবী জানান। তিনি সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশি¬ষ্ট মন্ত্রনালয়ের সমন্বিত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মুনিরুজ্জামান আমন মৌসুমে মিরুখালী ও ধানী শাফা ইউনিয়নে ওই সব এলাকায় জলাবদ্ধতায় আমন আবাদ সম্ভব হচ্ছেনা ¯ী^কার করে বলেন, এ বিষয় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...