ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - মঠবাড়িয়ায় ব্রী ধান-৪৮ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস

মঠবাড়িয়ায় ব্রী ধান-৪৮ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবায়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আইএফডিসি সহযোগিতায় ব্রী ধান-৪৮ কর্তন উপলক্ষে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়ছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষখালী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাঠ দিবসে পিরোজপুর জেলা কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন , জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. জিন্নাহ, সিনিয়র কৃষি বিষয়ক কর্মকর্তা এটিএম হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কর্মকার ও কৃষক রত্তন চৌকিদার প্রমূখ।
বক্তারা গুটি ইউরিয়া প্রয়োগ করে অধিক ফলন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিগুন ফলনে গুটি ইউরিয়া ব্যবহারে কৃষকদের পরামর্শ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...