ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - পিরোজপুরে মালঞ্চ নিসর্গে পাখির অভয়াশ্রম

পিরোজপুরে মালঞ্চ নিসর্গে পাখির অভয়াশ্রম

রবিউল হাসান রবিন,কাউখালী প্রতিনিধি :

পিরোজপুর জেলা শহরের ব্যস্ততম থানা সড়কে (শহীদ ওমর ফারুক সড়ক) ফুল ফল আর শোভনউদ্ভিদে ঠাসা মালঞ্চ নামে একটি পরিবেশ বান্ধব নার্সারি গড়ে তোলা হয়েছে । এখানে প্রকৃতিপ্রেমী আর সৌািখন মানুষের জন্য নির্মল পরিবেশে শ্বাস প্রশ্বাসের লক্ষ্যে স্থাপিত হয়েছে পরিবেশ নার্সারী । শহরের মানুষের পাশাপাশি পাখ-পাখালির অভয়াশ্রম হিেেসবে গড়ে তোলা হচ্ছে দৃষ্টি নন্দন প্রাণ ও প্রকৃতির মালঞ্চ। ফুল, ফলদ, ওষধি ও বনজ গাছের চারা উৎপাদন ও বিপননের নার্সারী আয়োজনের এই চমৎকার উদ্যোক্তা হলেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট পরিবেশ সাংবাদিক ও সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী।

রবিবার সদর থানার সামনে স্থাপিত মালঞ্চ নামের এ সবুজ চত্বর আর পাখির অভয়াশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ওয়ারিসুল কবীর, বন বিভাগের রেঞ্জ অফিসার দিবাংকর রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাচনাইন পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাংবাদিক গৌতম চৌধুরি, সাবেক পৌর কমিশনার নাসিরউদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর কমিশনার সাঈদুল্লাহ লিটন প্রমূখ ছাড়াও এলাকাবাসী।

মালঞ্চের ব্যবস্থাপক সাইফুল্লাহ হুমায়ূন জানান, পিরোজপুর সদর থানার সামনে জেলা পুলিশের অব্যবহৃত একখন্ড জমিতে সম্পূর্ণ পরিবেশ মনস্কতা নিয়ে ব্যক্তি উদ্যোগে তৈরি এ মালঞ্চে রয়েছে নানা ফুল, ফলদ, ওষধি ও বনজ গাছের চারার ব্যাতিক্রমী সংগ্রহ। তিনি আরো জানান, ইতিমধ্যে এখানে রঙ্গন, মুচন্ডা স্লোপাইনদিয়া, আলমান্দা, ড্রেসিনা, কৈলাস, জবাসহ হরেক রকম ফুল এবং ফলের সেরা আম, মাল্টা (থাইল্যান্ড ও ইন্ডিয়ান), থাই পেয়ারা, স্বরূপকাঠির পেয়ারা, কমলা, কামরাঙা, জামরুল (সবুজ), আমড়া (থাই), কামরাঙা (থাইল্যান্ড ও দেশি), চালতা ইত্যাদির সমাহার হয়েছে। এছাড়া যেসব রকমারী ও অপূর্ব আম রয়েছে তা হচ্ছে থাইল্যান্ড জাতের সূর্য ড্রিম, পালমা, ডগমাই, মৌরাস, কাঁচা মিঠা, হাইব্রিড বৈশাখী, আ¤্রপলি, মল্লিকা, ফজলি, হিমসাগর, ইন্ডিয়ান বৈশাখী ও আশ্বিনা। ভেষজের মধ্যে রয়েছে এ্যালোভেরা (ঘৃত কুমারী), তেজপাতা, হরতকী আমলকী, ডায়বেটিস পাতা ইত্যাদি। আরও রয়েছে বনজ নানা জাতের গাছের চারা। এখানে উৎপাদিত চারা বাণিজ্যিক ভাবে বিপণন হবে। সেই সাথে পাখির অভয়আশ্রম হিসেবেও গড়ে তোলা হচ্ছে মালঞ্চ ।

পাখির অভয়াশ্রমের সংরক্ষক ও ব্যবসায়ী মিজানুর রহমান জানান, শহরের থানাপাড়া, নড়াইল পাড়া ও আমলাপাড়ার গাছে গাছে রয়েছে নানা প্রজাতির পাখির বসবাস। ঘুঘুর ডাক, শালিকের কিচিরমিচির আর বক পাখির ডানা ঝাপটার শব্দে ঘুম ভাঙে পাড়াবাসীর। এ সব পাখির বসবাস, বিচরণ ও প্রজননের জন্য একশ হাড়ি গাছ ও দালানে বাধার ব্যবস্থা নেয়া হয়েছে। যেখানে বাসা বেধে পাখিরা ডিম দেবে বাচ্চা ফোটাবে।

বিশিষ্ট কৃষিবিদ ও শহরের প্রবীণ সাংস্কৃতিক কর্মী আফম রেজাউল করীম বলেন, এই উদ্যোগে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রযুক্তি সহযোগিতা দেবে।
পিরোজপুরের কৃষি লেখক বিশু দাস বলেন, শহরে মালঞ্চ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছাদ কৃষিকে জনপ্রিয় করা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...