ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - কাউখালীতে কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরন

কাউখালীতে কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরন

কাউখালী প্রতিনিধি > পিরোজপুরের কাউখালীতে আজ বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূলে ধানবীজ ও সার বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আউশ মৌসুমে উফশী ধান চাষ সম্প্রসারণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে এ বীজ ও সার বিতরন করা হয়।
এতে জনপ্রতি কৃষককে ৫কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া প্রতি কৃষককে সেচ সহায়তা বাবদ নগদ ৪০০ টাকা হারে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলি আজিম শরীফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, আ.লীগ নেতা এম নুরুল হক ও জেপি নেতা মো. শাহ আলম তালুকদার প্রমূখ।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে ৪০ জেলের মাঝে ছাগল ও বৈধ মাছধরা জাল বিতরন

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জেলে কর্মসংস্থানের লক্ষে ছাগল,খোয়ার ...