ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ রবিবার উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান উপজেলা পরিষদ চত্বরে তিনদিনের এ মেলার উদ্বোধন করেন। পরে
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ বক্তব্য সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা, কৃষক ইসমাইল , হেনু মিয়া প্রমুখ।

শেষে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১০টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...