ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ফসল সুরক্ষায় পার্চিং উৎসব

মঠবাড়িয়ায় ফসল সুরক্ষায় পার্চিং উৎসব

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় বোরো চাষিরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ফসল সুরক্ষায় পার্চিং উৎসব পালন করেছে । আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই উৎসব পালিত হয়। এই দিন বোরো চাষিরা তাদের জমিতে গাছের ডাল পুতে দেন। উপজেলা কৃষি অফিসার মো.মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপের চর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.সওকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ.মোতালিব, উপ সহকারী কৃষি কর্মকর্তা জহির আহম্মেদ, ইউপি সদস্য মো.মোস্তফা হাওলাদার উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, কৃষি জমিতে গাছের ডাল পুতে দেবার পর এই ডালে পাখি বসে পোকা মাকড় খেয়ে ফেলবে। আর পাখিতে পোকা মাকড় খেয়ে ফেললে ফসলের ক্ষতিকর পোকা মাকড় দমনে কীটনাশক ব্যবহার করতে হবে না।

ছবি > শাহাদাৎ হোসেন

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...