ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনায় মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ হাজার ২০০ মাছের পোনা অবমুক্ত

বামনায় মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ হাজার ২০০ মাছের পোনা অবমুক্ত

বামনা প্রতিনিধি >>
বরগুনার বামনা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারী পুকুর সহ ৪২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা উপজেলা ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপজেলা ভাইস চেয়ার ম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, নারী ভাইস চেয়ার নাজমুন্নাহার নাজু, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অহিদুজ্জামান, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চু, গ্রামীণ ব্যাংক বামনা শাখার ম্যানেজার লুৎফুল কবির ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাজিউল ইসলাম রাজিব, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা ও সহকারী মৎস্য কর্মকর্তা এসএম বদরুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য মৎস্য সম্পদ উন্নয়নে বামনার সরকারী পুকুর সহ ৪২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ ১৮ হাজার ২০০ ( মোট ৪৫৫ কেজি) মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...