ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ : আনোয়ার হোসেন মঞ্জু

দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ : আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি >>

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষির উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার ফলে দেশে এখন আর কোন খাদ্য ঘাটতি নেই। কৃষি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় সারা দেশে এখন কৃষির প্রসার ঘটছে। দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অংগ) এর আওতায় ৪ দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি উপস্থিত কৃষকদের উদ্দ্যেশে আরো বলেন, কৃষি ক্ষেত্রে সরকারের পাশাপাশি আপনাদেরকে এগিয়ে আসতে হবে। নিজেদের পতিত জমিতে চাষ করে কৃষির উৎপাদন বাড়াতে হবে। তাহলে দেশ কৃষি ক্ষেত্রে আরো ব্যাপক প্রসার ঘটবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অংগ) এর প্রকল্প পরিচালক জি এম রুহুল আমীন, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক আবুল হোসেন তালুকদার, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের(ডিএই অংগ) সিনিয়র মনিটরিং অফিসার অমিতাভ মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রিয়াংকা ওসি মো: নাসির উদ্দিন,উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির স্বপন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বেলায়েত হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান, ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান সাহিদা বেগম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেন, গোলাম সরোয়ার বাবুল প্রমুখ।
পরে মন্ত্রী মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও দুঃস্থদের মাঝে তার ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এছাড়া কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ শেষে উপজেলা হল রুমে আইন শৃংঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহন করেন। পরে তিনি বিকালে পাড়েরহাটে এক সুধি সমাবেশে যোগ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...