ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - ইট সোলিং রাস্তার আবেদন

ইট সোলিং রাস্তার আবেদন

বরাবর,
চেয়ারম্যান
৯নম্বর সাপলেজা ইউনিয়ন পরিষদ
মঠবাড়িয়া, পিরোজপুর।

বিষয়ঃ বুখইতলা বান্ধবপাড়া পোষ্ট অফিস থেকে নলী-সাপলেজা রাস্তা পর্যন্ত ওয়াপদা বেরী বাঁধের ওপর ইট সলিংকরণ প্রসঙ্গে।

জনাব,
উপর্যুক্ত বিষয়ে আপনাকে জানানো যাচ্ছে যে, মঠবাড়িয়া উপজেলা পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনায় (২০১৪-১৯) ২০১৫-১৬ অর্থবছরে বুখইতলা বান্ধবপাড়া পোষ্ট অফিস থেকে নলী-সাপলেজা রাস্তা পর্যন্ত ওয়াপদা বেরি বাঁধের ওপর ইট সোলিংকরণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রকল্পটি আজও বাস্তবায়নহয়নি। ওয়াপদা বেরি বাঁধ থেকে বুখইতলা বান্ধবপাড়া যুব কল্যাণ সমিতি পর্যন্ত রাস্তায় ইট সোলিং প্রকল্পটি এন.জি.ও. কর্তৃক বাস্তবায়িত হয়েছে।
২০১৬-১৭ অর্থ বছরে উক্ত রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাকা করতে যাচ্ছেন। রাস্তায় বিছানো ইট বাদ দিয়ে কর্তৃপক্ষ দরপত্র আহবান করেছেন। ঠিকাদার কাজ শুরু করার আগে জনস্বার্থে উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, মঠবাড়িয়া এবং উপজেলা প্রকৌশলীর সাথে পরামর্শ করে ওই ইটগুলো দিয়ে বুখইতলা বান্ধবপাড়া পোস্ট অফিস থেকে নলী-সাপলেজা রাস্তা পর্যন্ত
ওয়াপদা বেরী বাঁধের ওপর ইট সোলিং করার জন্যে আপনাকে বিশেষভাবে অনুরোধ করা গেল।

আপনার বিশ্বস্ত,

নূর হোসাইন মোল্লা
সদস্য -সচিব
উপজেলা নাগরিক কমিটি, মঠবাড়িয়া।

৩০. ১০. ২০১৬

মোবাইল > ০১৭৩০৯৩৫৮৮৭
সদয় অবগতি এবং কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলঃ
০১। চেয়ারম্যান উপজেলা পরিষদ, মঠবাড়িয়া।
০২। উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়িয়া।
০৩। উপ- বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, মঠবাড়িয়া।
০৪। উপজেলা প্রকৌশলী, মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...