ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - স্বাধীনতার ৪৫ বছর পরে বাংলাদেশের রক্তের চেয়েও বেশী প্রয়োজন ঘামের

স্বাধীনতার ৪৫ বছর পরে বাংলাদেশের রক্তের চেয়েও বেশী প্রয়োজন ঘামের

মোঃ রাসেল সবুজ >

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমদের এই দেশ।যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা সেদিন নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল তার অনেক কিছুই আজ পর্যন্ত অধরাই রয়ে গেছে।কিছু কিছু ক্ষেত্রে বরং আগের চেয়েও অবনতি ঘটেছে।অনেক ক্ষেত্রে আবার প্রত্যাশাকেও আমরা ছাড়িয়ে গেছি।আজ থেকে মাত্র দুই দশক আগেও আমাদের গ্রামীন কৃষক সারাদিন খালি পায়ে হেটে বেড়াতো।নতুন আত্মীয় বাড়িতে যেতে চাইলে পাশের বাড়ির কারো কাছ থেকে জুতা ধার করে নিতে হতো।মাপের চেয়ে ছোট জুতা পরেও হাসিমুখে সারাদিন ঘুরে বেড়াতো- পায়ের ব্যথা বুকের মধ্যে লুকিয়ে রেখেই।অথচ আজ সেই কৃষকের মসজিদে যাওয়ার জন্যও রয়েছে আলাদা জুতা!! এই যে কৃষকের পায়ে আজ নতুন নতুন জুতা শোভা পাচ্ছে এটা যেমন আমাদের আনন্দ দেয় আবার এটাও ঠিক কৃষকের পায়ের এই জুতাটা যদি ‘বার্মিজ জুতা’ না হয়ে ‘ইটালিয়ান সু’ হতো তা হলে আমরা আরো খুশি হতাম।আমাদের রাজনীতিবিদরা যদি আর একটু “কম-দুর্নীতিবাজ’ হতো তা হলে হয়তো কৃষকের পায়ে বিশ্বমানের জুতাই শোভা পেত এবং সেটা হতে পারতো বাংলাদেশেরই তৈরি।

যে সকল বিষয়ে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে তা হলঃ ডিজিটালাইজেশন, মোবাইল ফোন ব্যবহার, ফেইসবুক, ই-মেইল, অন-লাইন ব্যবহার, গড় আয়ু বৃদ্ধি, খাদ্য উৎপাদন, প্রবাসী আয়, গার্মেন্টস ব্যবসা, মাছ উৎপাদন, শিক্ষার হার, সাস্থের উন্নতি, প্রবৃদ্ধি, ধনি হওয়া ইত্যাদি।

অন্যদিকে নিন্মগতি হচ্ছেঃ দেশপ্রেম, গনতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক অপরাধ, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, নির্বাচন ব্যবস্থা, শিক্ষার মান, অপহরন/ গুম, খুন/হত্যা, ধর্ষণ, বনায়ন, মাথাপিছু ঋণ, যানজট, বায়ু দূষণ, পরিবেশ, নদ-নদী দখল-দূষণ, সরকারী জমি দখল, মানবাধিকার লঙ্ঘন, কৃষি জমি রক্ষা, সড়ক ও নৌ দুর্ঘটনা, গবেষণা, জ্ঞান অর্জন করার মানসিকতা, আত্মহত্যা, নদী ভাঙ্গন রোধ ইত্যাদি।

আমাদের অন্যতম সম্ভাবনা এবং সমস্যার নাম প্রবাসী বাংলাদেশী।মানুষ জীবন-জীবিকার তাগিদে নিজ দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করলেও সে এই দেশেরই মানুষ।বিপুল সংখ্যক বাংলাদেশী মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসী রয়েছেন।এসব দেশে তারা নানাভাবে বঞ্চনা, শোষণ ও অবহেলার শিকার হচ্ছেন।বাংলাদেশের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানরা দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।সেখানে লাখ লাখ মানুষ কান্তি-হীনভাবে কাজ করে যাচ্ছেন যা চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর, যা অনেকের কাছে কাল্পনিক মনে হতে পারে।তারা কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত- মাথার ঘাম পায়ে ফেলে নিরলসভাবে কাজ করে চলছেন।যারা দেশে আসেন ছুটি কাটাতে তাদের অনেককেই বিমান বন্দর থেকে বাড়ী পর্যন্ত- পৌঁছতে বিভিন্ন ধরনের হয়রানী ও নির্যাতনের শিকার হন।বিমান বন্দরে তাদের উপরে যথাযথ সম্মান ও সহানুভূতি দেখানো হয় না।তাদের প্রতি শ্রমিক হিসেবে আচরন করা হয়।একজন সম্মানিত যাত্রী হিসেবে যতটুকু সম্মান পাওয়ার দাবীদার তাও অনেকেই পান না।বাড়িতেও অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবাসীদের জায়গা জমি অন্যরা দখল করে নেয়।এ ধরনের অবিচার হয়রানী চলতে পারে না, চলতে দেয়া যায় না।

দেশের অভ্যন্তরে ব্যবসা করতেও রয়েছে অনেক সমস্যা।চাঁদাবাজি- ঘুষ সহ মানুষকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখ-মুখি হতে হয়।আমাদের সরকারগুলো যদি এসবের দিকে নজর দেয় তাহলে হয়তো স্বাধীনতা সংগ্রামে আত্মহুতি দেওয়া শহীদদের আত্মা শান্তি পাবে।আমরাও দেখতে পাবো সত্যিকারের সোনারবাংলা রুপ।কারো কারো মতে এ দেশের প্রায় শতভাগ নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অভাব এবং শতভাগ ক্ষমতাশালীগন দুর্নীতিগ্রস্ত।আমাদের প্রত্যাশা খুব শিগ্রই এই অবস্থার পরিবর্তন ঘটুক।

আমদের ইতিহাসই হলো রক্ত দানের ইতিহাস।আমারা রক্ত দিয়েছি ভাষার জন্য, স্বাধীনতার জন্য দিতে হয়েছে এক সাগর রক্ত, স্বৈরাচার হটাতেও আমরা দিয়েছি, রক্ত দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ভোটের অধিকার- ভাতের অধিকার রক্ষার জন্য, এখনো আমাদের রক্ত ঝরছে জঙ্গিবাদমুক্ত গনতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে।
আর কত রক্ত দিতে হবে আমাদের? এখন সময় এসেছে “ঘাম ঝরানোর”।বর্তমান বাংলাদেশের দরকার পরিশ্রমী নাগরিকের, যারা তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে গড়ে তুলবে আমাদের স্বপ্নের ‘গনতান্ত্রিক ডিজিটাল’ বাংলাদেশ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এতটুকু স্বপ্নতো আমরা দেখতেই পারি।
এক সাগর রক্তের বিনিময়ে,

বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে…!

“আজকের মঠবাড়িয়া’ পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...