ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - স্বপ্নতন্ত্র : মেহেদী হাসান

স্বপ্নতন্ত্র : মেহেদী হাসান

কিছুদিন যেতে না যেতেই সে ভবনে ফাটল ধরে,
সঙ্কিত মন এই বুঝি আমার স্বপ্ন ভবন ধসে পরে..
প্রতিকৃতি কথা বলে না-নিষ্পলক তাকিয়ে থাকে_
স্বপ্ন ভবন-চিন্তিত মন ধস যেন কখনও নামেনা এতে..
এই প্রতিকৃতি স্পন্দন শুন্য না
কিন্তু তেমন কথা বলে না
কেননা সে নিজেই একটা পারমানুবিক বিধ্বস্ত বোমার মত শব্দ-কথা..
পিঠ তার গণতন্ত্র মুক্তি পাক..
বক্ষে- স্বৈরাচার নিপাত যাক…
মুক্তির মন্ত্র খচিত প্রতিকৃতি সেই যে দশ নভেম্বরে স্থাপন হল_
সে থেকে পাথুরে স্পন্দন তার প্রতিষ্ঠিত মন্ত্রের স্বপ্ন ভবনে তাকিয়ে থাকে…
কিছুদিন যেতে না যেতেই সে ভবনে ফাটল ধরে,
সঙ্কিত মন এই বুঝি আমার স্বপ্ন ভবন ধসে পরে..

*

উৎসর্গঃ- আমাদের মহান বীর শহীদ নূর হোসেনেকে।
উৎসাহঃ- সবুজ রাসেল ভাই।
_________________________
-সাদা কাঁক(মেহেদী হাসান)
মঠবাড়িয়া, পিরোজপুর।
১৪ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ।

Leave a Reply

x

Check Also

প্রতিবেশীর যখন করোনা পজিটিভ

মঠবাড়িয়ায় করোনা এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে আছে। অর্থাৎ ব্যাপক হারে ছড়াচ্ছে। তাই আমাদের অতিরিক্ত সাবধানতা ...