ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মিরুখালী স্কুল এন্ড কলেজে আন্ত:শ্রেনী বিতর্ক প্রতিযোগিতা

মিরুখালী স্কুল এন্ড কলেজে আন্ত:শ্রেনী বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষাঙ্গন প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিরুখালী স্কুল এন্ড কলেজ উদ্যোগে আজ রবিবার কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে আন্ত:শ্রেনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আন্ত:শ্রেনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর হোসাইন, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বাবু পংকজ রায়, পিটিএ কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন হালদার, নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা সাতটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আন্ত:শ্রেনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। যার বিভিন্ন বিষয়-“ অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক”।“শিক্ষার জন্য আর্থিক সংগতি নয়, সুষ্ঠ পরিবেশই বেশি প্রয়োজন”।“বিদেশী সংস্কৃতি বাঙালী সংস্কৃতিকে ধ্বংস করছে”সহ সাতটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ত বিতর্ক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট ও বিজয়ীদের মধ্যে পুরস্কার সহ সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

 

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...