ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ফাঁসির পরিবর্তে অন্য সাজা চাইলেন নিজামীর আইনজীবী

ফাঁসির পরিবর্তে অন্য সাজা চাইলেন নিজামীর আইনজীবী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত ইসলামী আমীর মতিউর রহমান নিজামীর পক্ষে আপিলের যুক্তিতর্ক শেষ হয়েছে। বুধবার তার আইনজীবীরা সাক্ষ্য-প্রমাণে নিজামীর অপরাধ প্রমাণিত হলেও সাজা কমানোর জন্য আবেদন করেন।

আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতাবিরোধীরা পাকিস্তানকে সহযোগিতা না করলে ৩ মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ শেষ হতো।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দোষ স্বীকার করে আদালতে দণ্ড কমানোর আবেদন এটিই প্রথম।

গত বুধবার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর দিন নির্ধারণ করে দেন।

এছাড়াও আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুষ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।

এসব অভিযোগের মধ্যে প্রমাণিত চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...