ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত

পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত

 

পিরোজপুর প্রতিনিধি >
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভূক্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান) পিরোজপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকালে গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি অমল চন্দ্র মন্ডল, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা আহবায়ক স্বপন কুমার চক্রবতী, যুগ্ম আহবায়ক ইব্রাহীম ফরাজী ও মহিলা সম্পাদিকা মুনিয়া আক্তার প্রমুখ।
বক্তারা এসময় , শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ, এম, পি, ওভূক্ত শিক্ষক ও কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বৈশাখী ভাতা, মেডিকেল ভাতা ও পূর্বেরন্যায় টাইমস্কেল প্রবর্তন ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এম,পি,ও ভূক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছির শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...