ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিরোজপুর প্রতিনিধি >
শিক্ষা জাতীয় করণের লক্ষে ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাসহ সরকারী চাকুরিজীবীদের ন্যায় বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস প্রদানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা। আজ রবিবার দুপুরে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে জেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি জি এম ফিরোজ রাব্বানি, জেলা মহিলা বিষয়ক সম্পাদক মনি রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম জাতীয় বেতনস্কেল প্রদানের পূর্বে গত ২০ ডিসেম্বর শিক্ষ মন্ত্রনালয় একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে “বেতন ভাতা” শব্দটির স্থলে “অনুদান-সহায়তা” শব্দটি ব্যবহার করায় বেসরকারি শিক্ষক কর্মচারিগণ উহা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। তারা বলেন,আমরা মনে করি একটি মহল বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রের সফলতাকে ম্লান করার জন্য মিমংাসিত বিষয়কে জটিল করে আমাদের অকারনে আন্দোলনের দিকে ঠেলে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বক্তারা প্রধান মন্ত্রীর কাছে দাবী জানান, শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক কর্মচারিদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চাকুরিজীবীদের ন্যায় বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ আমাদের এ ন্যয্য দাবীসমূহ পূরণ করে স্বাভাবিক ভাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদাণের সুযোগ করে দিবেন।
মানববন্ধন শেষে জেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...