ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আমুয়ায় এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

আমুয়ায় এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পুরণে বোর্ড নিধার্রিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজ অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য পরস্পর যোগসাজসে শিক্ষার্থীদের নিকট থেকে এ অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য দাবীও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফরম পূরণকারী অভিযোগ করে বলেন, ফরম পূরণে ২ হাজার থেকে ৩ হাজার ৭শ টাকা পর্যন্ত নেয়া হয়েছে। কোন ধরনের কাকুতি মিনতি শোনা হয়নি। কয়েকজন অভিভাবক জানান, ফরম পূরণে দরিদ্র অসহায় সবাইকে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে।
কলেজ অধ্যক্ষ আবুল বসার বাদশা জানান, শিক্ষার্থীদের নিকট থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত কোন টাকা নেয়া হয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...