ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর অনুষ্ঠিত

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদকঃ

পিরোজপুরের মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে প্রতি শুক্রবারের নিয়মিত সাহিত্য আসর আজ শুক্রবার বিকালে পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে । এ সপ্তাহের নির্ধারিত বিষয় ছিল ইংরেজী নববর্ষে আমাদের প্রত্যাশা ।

আড্ডায় সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধকালীন আসাদ নগরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ‍মুজিবুল হক মজনু । প্রধান আলোচক ছিলেন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দিলীপ কুমার পাইক । বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, লেখক ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন মোল্লা ও মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র হালদার ।

আলোচনায় আরও অংশ নেন, সরকারী চাকুরীজীবি মো. রিয়াজ উদ্দিন , মো. সাইফুল , তরুণ নাট্য নির্মাতা সাইফুল লিমন, শিক্ষার্থী রফিকুল ইসলাম রাকিব, হাফিজুর রহমান রিয়াজ, মো. মাসুম বিল্লাহ সহ প্রমূখ সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ ।

আসর সঞ্চালনা করেন, তরুণ কবি মেহেদী হাসান (সাদা কাঁক) ।

আসরের শুরুতেই প্রধান আলোচক জনাব দিলিপ কুমার পাইক পূর্ব নির্ধারিত বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন । তিনি বাঙালীর সূচনা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত উপস্থাপন করে আলোচ্য “ইংরেজী নববর্ষে আমাদের প্রত্যাশা ” প্রসঙ্গে একটি সুন্দর ও স্বনির্ভর জাতি প্রত্যাশা করেন । এরপর ধারাবাহিক ভাবে উপস্থিত সবাই নির্ধারিত বিষয়ের উপর তাদের মত পোষণ করেন ।

নবীণ নাট্য নির্মাতা সাইফুল লিমন বলেন, নতুন বছর একটি আত্মনির্ভরশীল নিজেকে গড়া, দেশ ও সমাজের উন্নয়নই হোক ব্রত । এছাড়া রফিকুল ইসলাম রাকিব বলেন, পুরোনো সব পিছনে ফেলে নতুন একটি বছর উঁকি দিয়ে এসেছে মাত্র কয়েক ঘন্টা পর । প্রতি বছরের ন্যায় এই নতুন বছরেও আমাদের কিছু প্রত্যাশা আছে । গত বছরের অপ্রাপ্তি গুলোকে অর্জনে পরিনত করাই হোক আমাদের প্রত্যাশা । হিংসাকে ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে ভরে উঠুক নববর্ষ । এরপর বিশেষ অথিতিদের ধারাবাহিক বক্তব্যের পর এই আসরের সভাপতির বক্তৃতার মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয় । সন্ধ্যায় পাঠচক্রের মাধ্যমে এই পর্বের আসর শেষ হয় । আয়োজকেরা শিল্প ও সাহিত্যানুরাগী সবাইকে প্রতি শুক্রবারে অনুষ্ঠেয় এই উন্মুক্ত সাহিত্য আসরে আমন্ত্রণ জানিয়েছেন । আগামী সপ্তাহের জন্য নির্ধারিত বিষয়ঃ পরিবেশ বিপর্যয়ের প্রভাব এবং বাংলাদেশের প্রেক্ষাপট ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...