ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর অনুষ্ঠিত

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক >
পিরোজপুরের মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগারে সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পাঠাগারের সভাকক্ষে প্রতিসপ্তাহের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়। “সামাজিক ব্যাধি মাদক এবং এর প্রতিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ।
লেখক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সামাজিক উদ্যোক্তা মো. মোস্তফিজ বাদল ।
আলোচনায় অংশ নেন, মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সজীব মিত্র ও সাইফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুস্মিতা বেপারী, কে, এম লতিফ ইনষ্টিটিউশনের শিক্ষার্থী সৌরভ হাওলাদার, ব্যবসায়ী কামরুল হাসান লিটন ও সঞ্জয় মালাকার, চাকুরীজীবি সোহাগ মাতুব্বর ও সোহেল রানা সহ প্রমূখ ।
আসর সঞ্চালনা করেন, কবি মেহেদী হাসান (সাদা কাঁক) । 15682766_823118937830012_1028983593_n
সভায় আলোচক সজীব মিত্র বলেন,যৌতুকের মত মাদকও একটি সামাজিক ব্যধি । তবে বর্তমান প্রেক্ষাপটে মাদক এখন জাতীয় ব্যধিতে রুপান্তরিত হয়েছে। এর দ্রুত প্রতিকার না করা যেতে পারলে এইডস এর মতো মরণব্যধিতে রুপ নেবে। মাদকে বেশি আসক্ত যুবসমাজ। মাদকের মরণ কবলে পড়ে যুব সমাজ প্রতিনিয়ত ধংস হচ্ছে। এর অতি দ্রুত প্রতিকার প্রয়োজন।মাদকাসক্ত ব্যক্তিদের কে মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে। মাদক প্রতিকারে সমাজের সচেতন ব্যক্তিদের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তির পরিবারের ভুমিকা অপরিসীম। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বলি মাদককে না বলুন।
সাইফুল ইসলাম বলেন, মাদকের কারণে আমাদের সমাজ ব্যবস্থার চরম অধপতন হয়েছে । এ থেকে বাঁচতে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সোহাগ মাতুব্বর বলেন, মাদকের ভয়াবহ ছোবলে জাতি অন্ধকারে তলিয়ে যাচ্ছে । এ থেকে পরিত্রাণের জন্য ব্যাপক পরিসরে মানুষকে সচেতন করতে হবে। সুস্মিতা বেপারী বলেন,বর্তমানে মাদাক একটি অন্যতম সামাজিক ব্যামো । মাদক প্রতিরোধে যদি দ্রুত পরিসরে কোনো ব্যবস্থা না নেয় হয় তবে হয়ত শীঘ্রই পুরো জাতি মাদকের অন্ধকারে তলিয়ে যাবে ।
সঞ্জয় মালাকার বলেন, “মাদক থেকে মুক্তি পেতে আগে নিজেকে মুক্ত করো । আমাকে দেখেই শিখবে সমাজ ।কাউকে উপদেশ দেয়ার আগে নিজেকে ভালো হতে হবে । হাজার বন্ধুর চেয়ে একজন বন্ধু ভালো সে যেন হয় আমার চেয়েও ভালো ” ।
সভায় প্রধান আলোচক মোস্তাফিজ বাদল তার বক্তব্যের শুরুতেই মাদকের কুফল গুলো উল্লেখ করে বলেন, “মঠবাড়িয়ার বর্তমান মাদকের বিচরণ আমাকে ব্যথিত করে । মাদক একটি সমাজ ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেয় । এর বিরুদ্ধে আমাদের সচেতনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে , পারিবারিক কাউন্সেলিং প্রথা প্রচলন করতে হবে । আমি একটি মাদক মুক্ত মঠবাড়িয়া গড়ে তুলতে সচেতন তরুণ প্রজন্মকে দায়িত্ব নেয়ার আহ্বান জানাচ্ছি ” ।
তিনি, আলোচকদের করা মাদক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসর সঞ্চালক, তরুণ কবি মেহেদী হাসান (সাদা কাঁক) বলেন, মাদকের ভয়াবহতা পারমাণবিক বোমার মতো। এটি আমাদের প্রজন্মকে গলা টিপে হত্যা করছে। মাদাক মানে মায়ের কান্না, পিতার হতাশা। মাদক সমস্যা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে অবশ্যই একটা শিল্প ও সাংস্কৃতি বিপ্লব প্রয়োজন ।
সুস্মিতা বেপারী কবি নাহিদা আসরাফীর কাব্যগ্রন্থ “এপিটাফ” থেকে কবিতা আবৃত্তি করেন এবং পরিশেষে পাঠ চক্রের মাধ্যমে এ পর্বের আয়োজন শেষ হয় ।
েউল্লেখ্য এ নিয়মিত সাহিত্য আসরের উদ্যোক্তারা শিল্প ও সাহিত্যানুরাগী সকলেই প্রতি শুক্রবার বিকালে পাঠাগারের সভাকক্ষে এ সাহিত্য আসরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...