ব্রেকিং নিউজ
Home - জাতীয় - তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযানে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযানে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

ঢাকার তেজগাঁও শিল্প এলাকার অবৈধ ট্রাকস্ট্যান্ড সরাতে সিটি করোপশেনের উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে শ্রমিকরা।

পুলিশের সঙ্গে ট্রাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতরে কর্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

রোববার দুপুরে উচ্ছেদে বাধা দিতে আসা শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ বাঁধে। এ সময় একজন শ্রমিক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন আলোকচিত্র সাংবাদিক আহত হন।

রেলমন্ত্রী মুজিবুল হকও সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সংঘর্ষ শুরু হলে চালক সমিতির কার্যালয়ে কিছু সময় অবস্থান করে পরে তিনি সেখান থেকে চলে যান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...