ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহারাজ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ (কাপ পিরিচ)। সোমবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবী জানান।

এছাড়া ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের দাবী জানান। সভায় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহ আলম (আনারস) এর লোকজন আমার ভোটার ও কর্মী-সমর্থকদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন। ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর লোকজন ভোটারদের হুমকি দিয়ে বলে যে, “আমাদের যারা ভোট দিবে না, তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, তাদের ভোট আমরাই দিয়ে দেব।” মহিউদ্দীন মহারাজ আরও বলেন, এব্যাপারে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ। এদিকে সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন মহারাজ। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ প্রমূখ। এছাড়া রাতে মঠবাড়িয়া উপজেলা মেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মহিউদ্দীন মহারাজ এক মতবিনিময় সভা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...