ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

মঠবাড়িয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ রবিবার হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ড,ইতিহাস চেতনা বিকাশ কেন্দ্র ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে সকালে পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা,রাজনীতিক,শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এছাড়া বিকালে মঠবাড়িয়া পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে বক্তব্য দেন, ইতিহাস চেতনা বিকাশ কেন্দ্রের সভাপতি ইকতিয়ার হোসেন পান্না, নাগরিক কমিটির আহবায়ক মজিবুল হক খান মজনু, সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, সামাজিক উদ্যোক্তা সুভাষ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উদীচী’র সভাপতি শিবু সাওজাল প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...