ব্রেকিং নিউজ
Home - জাতীয় - নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত

নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার দিবসের প্রত্যুশে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে এ দিবসের সূচনা হয়। এর পরপরই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে স্থানীয় শহীদ স্মৃতি স্থম্ভে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্প মাল্য অর্পণ করা হয়। পরে জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক মো. খায়রুল ইসলাম আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পুলিশ,আনসার,স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। এখানেই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানান রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক। দুপুরে পৌর ভবনে পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করছে। zianagar-pic-bijoy-raly
অপর দিকে জেলার জিয়ানগরে বিশাল ও বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সু-সজ্জিত বিজয় র‌্যালিটি উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দীর্ঘ আধা কিলোমিটার লম্বা এ র‌্যালিতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বেলায়েত হোসেন, ওসি এ.কেএম মিজানুল হক উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান,বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পত্তাশী ্ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। র‌্যালিতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...