ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত :

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত :

কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, আওয়ামী সমবায়লীগ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি (জেপি)অঙ্গ ও সহযোগী সংগঠন, মহিলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সরকারী বালক বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বানী পাঠ করেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর ও উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা। পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শন করে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ খেলাধুলা, অলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন ও মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলkaukhali-lig-16

মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে কাউখালী উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল করেছে। শুক্রবার সকালে শহীদ মিনার চত্বর থেকে বেরিয়ে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বালক বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী মহা বিদ্যালয়ের সভাপতি মোঃ রিছাদ হাওলাদার, সহ-সভাপতি আলআমিন, সাধারণ সম্পাদক রাজু তালুকদার প্রমুখ।
উপজেলা বিএনপির আনন্দ মিছিলkaukhali-pk-16-bnp

মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে কাউখালী উপজেলা বিএনপি আনন্দ মিছিল করেছে। শুক্রবার সকালে শহীদ মিনার চত্বর থেকে বেরিয়ে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সাম্মুখে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এসএম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসন শুক্কুর, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান লিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মিরাজ আহম্মেদ, কাউখালী সদর ইউনিয়নে সাংগঠনি সম্পদক কামরুল ইসলাম মিলু, বিএনপি নেতা রফিক, লিয়াকত তালুকদার প্রমুখ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...