ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে সনাকের আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী র‌্যালী ও সমাবেশ

পিরোজপুরে সনাকের আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী র‌্যালী ও সমাবেশ

 

পিরোজপুর প্রতিনিধি >
দুর্ণীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস। বৃহস্পতিবার বিকেলে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাক’র উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে শহরে একটি র‌্যালী বের করা হয়। সনাক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউনক্লাব মাঠে শেষ হয়। পরে গোপাল কৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে সনাক সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন,সনাক সদস্য অধ্যাপক রুহুল আমিন, সনাক সহ সভাপতি এ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খান, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, গন উন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল আহসান, মাদারীপুর লিগ্যাল এইডের জেলা সমন্বয়কারী মো. সেলিম মিয়া, ইমাম সমিতির অধ্যক্ষ আব্দুল মতিন, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি মাতোয়ারা বেগম, জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান সেখ আলম, মুসলিম এ্যাইড কমিউনিটি ক্লিনিক এর মো. রিয়াজুল ইসলাম, সুজন’ এর কামরুজ্জামান টুকু ও স্বজন সদস্য মোল্লা লিয়াকত আলী প্রমুখ। pirojpur-picture-01
বক্তারা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহন করেছে। আজ টিআইবি, দুপ্রক ও দুদকের তৎপরতায় দেশ থেকে দুর্ণীতি অনেক কমে এসেছে। তারা বলেন, আমরা আশাবাদী এ দেশ থেকে অচিরেই দুর্ণীতি চিরতরে দুর হয়ে যাবে। তবে এ ব্যাপারে দুদককে আরও ক্ষমতা দিতে হবে এবং সরকারকে আরও কঠোর হতে হবে। তাহলেই হবে এ দেশের সত্যিকারের উন্নয়ন। সভাটি পরিচালনা করেন, সনাকের স্বজন সমন্বয়ক খালিদ আবু। সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে সনাকের আয়োজনে দুর্ণীতি বিরোধী ভিডিও নাটক প্রদর্শিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...