ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়

কাউখালীতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময়

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালী থানা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ে কমিউিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে থানা ভবনের সামনের চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকাদর মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন এবং কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান।

সভায় আইনশৃঙ্খলা বিষয়ে কমিউনিটি পুলিশিং পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...