ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় নিম্নমানের ইটে বিএডিসি ভবন নির্মাণের অভিযোগ

মঠবাড়িয়ায় নিম্নমানের ইটে বিএডিসি ভবন নির্মাণের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সংলগ্ন উপজেলা পরিষদের জমিতে প্রশাসনের চোখের সামনে এ ভবন নির্মিত হলেও কারও দৃষ্টিগোচর হচ্ছেনা। ফলে প্রকাশ্যে নিম্নমানের ইটসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করে বিএডিসি ভবন নির্মাণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে , বিএডিসি’র অর্থায়নে মঠবাড়িয়ায় ইউনিট ভবন নির্মাণের কাজ পায় ফরিদপুরের মেসার্স পাশা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান । কার্যাদেশ পেয়ে গত ১ সেপ্টেম্বর ২৯ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের শুরু থেকে ভবনে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।

সরেজমিনে দেখা যায়, ওই ভবনটির নির্মাণের জন্য আনা ইট অত্যন্ত নিম্নমানের । এসময় উপস্থিত ইউএনও অফিসের নৈশ প্রহরী মহিদুল ইসলাম জানান, ইট গুলো এতই খারাপ মাটিতে ফেললে গুড়ো হয়ে যায়। এ বিষয় ঠিকাদারের প্রতিনিধি রাজিব নিম্নমানের ইটের কথা স্বীকার করে বলেন পূর্বে ভাল ইট ব্যবহার করা হয়েছে।
এ ব্যপারে বিএডিসি মঠবাড়িয়া ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, ইটের মান খারাপ হওয়ায় ঠিকাদারকে ওই ইট ভবনে ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মেসার্স পাশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ঠিকাদার জাহিদ হোসেন এর সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততার ওজুহাত দেখিয়ে মোবাইল কল কেটে দেন ।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, আমি বিষয়টির মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। ঢাকায় প্রশিক্ষণ সংক্রান্ত কাজে থাকায় কর্মস্থলে ফিরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...