ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ’ইউপি নির্বাচনে পক্ষপাতের অভিযোগ মঠবাড়িয়ায় তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে আ’লীগের আন্দোলনের হুমকি

’ইউপি নির্বাচনে পক্ষপাতের অভিযোগ মঠবাড়িয়ায় তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে আ’লীগের আন্দোলনের হুমকি

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ধানীসাফা ইউনিয়নের স্থগিত একটি কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ অবলম্বন আ.লীগ প্রার্থীর কর্মীর সমর্থকদের হয়রাণির অভিযোগ ওঠে থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি তুলে মানববন্ধনসহ নানা প্রতিবাদ কর্মসূচি দেয়। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অদ্যবধি বদলী না করায় নতুন করে আ’লীগ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আজ রবিবার অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আ.লীগের ঘোষিত মানববন্ধন কর্মসূচি পুলিশের সাথে শনিবার রাতে একটি সমঝোতা বৈঠকে সাময়িক স্থগিত করা হয়েছে। তবে আ.লীগ নেতারা আগামী বুধবারের মধ্যে তিন পুলিশের অপসারণ না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে উপজেলা আ.লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের উত্তর পাতাকাটা স্থগিত কেন্দ্রের ৩১ অক্টোবর-১৬ নির্বাচনের পূর্বে পক্ষপাতের অভিযোগে আ’লীগের আন্দোলনে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার না করায় সরকার দলের নেতা কর্মীরা আবারও আন্দোলনের হুমকি দিয়েছে। আগামী বুধবারের মধ্যে অভিযুক্ত ওই তিন পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি উপজেলা আ’লীগের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়েছে। মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই মাহাবুব, এসআই নকিব আকরাম ও এসআই আলতাফ হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর রফিকুল ইসলামের পক্ষ নিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী হারুন অর-রশিদ তালুকদারের সমর্থক ভোটারদের গ্রেফতারের ভয়ভীতি, দুর্ব্যবহারের অভিযোগে তাদের প্রত্যাহারের দাবীতে গত ২৯ অক্টোবর উপজেলা আ’লীগের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করে আ.লীগ নেতা কর্মীরা । পরে ওই সমাবেশে ওই তিন পুলিশ কর্মকর্তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই নির্বাচনী এলাকার দায়িত্ব থেকে অব্যহতি দেয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আ’লীগ প্রার্থী হারুন অর-রশিদ বিজয়ী হওয়ার পর অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলী না করায় আবারও আ’লীগ নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আজ রবিবার মানবন্ধ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল। এদিকে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ও মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ গতকাল শনিবার রাতে সহকারী পুলিশ সুপারের কার্যালয় আ’লীগ নেতাদের সাথে বৈঠকে বসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মানবন্ধন কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। সভায় সাবেক সংসদ জেলা আ’লীগের সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, আ.লীগ নেতা একেএম সেলিম মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক মাতুব্বর, ভান্ডারিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমাদুল হক খান, আলীগ নেতা ফারুক উজ্জামান, জাহিদ উদ্দিন পলাশ উপস্থিত ছিলেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ আ’লীগ নেতাদের সাথে বৈঠকের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার ছুটিতে রয়েছেন । তিনি কর্মস্থলে ফিরলেই পরবর্তী ব্যবস্থা নিবেন ।
এ বিষয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক মাতুব্বর জানান, আমরা তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছি । আগামী বুধবারের মধ্যে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাদের অন্যত্র বদলী করা না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনে নামা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...