ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঁঠালিয়ায় কলেজ শিক্ষক নাসির উদ্দিনকে শোকজ

কাঁঠালিয়ায় কলেজ শিক্ষক নাসির উদ্দিনকে শোকজ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠির কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রভাষক নাসির উদ্দিনকে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাকে বরখাস্ত করা হবেনা মর্মে এ শোকজ করা হয়। গত ৩ নভেম্বর কলেজ গভর্ণিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক কলেজ অধ্যক্ষ মাহতাব উদ্দিন সাক্ষরিত এ শোকজ নোটিশ দেয়া হয়।
কলেজ অধ্যক্ষ শোকজের খবর নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ কারনে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে শোকজ করা হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
অধ্যক্ষ আরো জানান, গতকাল রোববার নাসির উদ্দিনের এ অনৈতিক কর্মকান্ডের তদন্ত করার জন্য আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশাকে আহবায়ক করে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কলেজ গভণিং বডির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, প্রধান শিক্ষক ও গভণিং বডির সদস্য এস,এম আমিরুল ইসলাম লিটন, কলেজ উপাধক্ষ্য আবি আবদুল্লাহ আহসান ও শিক্ষক প্রতিনিধি কলেজ গভণির্ং বডির সদস্য প্রভাষক মুনিরুল আহসান রিয়াজ।
গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় কাঠালিয়া শহরে মোবাইল কোট চলাকালে জালাল হোসেন নামের একজন ভোক্তার অভিযোগের প্রক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজর কম্পিউটার প্রভাষক নাসির উদ্দিন হাওলাদারের (স্ব-ঘোষিত ড.অধ্যাপক কেমিষ্ট সুলতান নাসির উদ্দিন) মালিকানাধীন বাসস্টান্ডের এশিয়ান রাইজিং সান বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানায় অভিযান চালিয়ে ২১ ধরনের ভেজাল ও নকল সামগ্রী জদ্ধ করা হয়।
ভোক্তার অভিযোগ প্রমানিত হওয়ায় মোবাইল কোট আইন ২০০৯এর ১২(২)১২ (৩) এবং ফৌঃ কাঃ বিঃ এর ১০৩ ধারা অনুযায়ী কারখানা মালিক নাসির উদ্দিনকে দের লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দের মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...