ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ঘূর্ণিঝড় নাদা ও সমুদ্রে নিম্নচাপের প্রভাবে পিরোজপুর উপকুলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় নাদা ও সমুদ্রে নিম্নচাপের প্রভাবে পিরোজপুর উপকুলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত

 

পিরোজপুর প্রতিনিধি >
ঘূর্ণিঝড় নাদা ও সমুদ্রে নিম্নচাপের প্রভাবে পিরোজপুর সহ উপকুলীয় এলাকায় অবিরাম বৃষ্টিপাত চলছে। শুক্রবার গভীর রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টির প্রভাব বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অপরদিকে পত্রিকা ও টিভি নিউজে ঘূর্ণিঝড় নাদার খবরে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতংক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি/ জেডিসি এবং কলেজ সমুহে পরীক্ষা চলায় বৃষ্টি ও কাদাঁয় শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে। দিন খেটে খাওয়া মানুষেরা বৃষ্টির জন্য কোন কাজ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে।

আজ থেকে ৯ বছর আগে এই নভেম্বরেই হয়েছিল প্রলয়ংকরী ঘূর্ণীঝড় ‘সিডর’। লন্ডভন্ড হয়েছিল উপকুলীয় অঞ্চল। তাই ঘূর্ণিঝড় ‘নাদার’ খবরে উৎকন্ঠা আর আতংকের মধ্যে কাটছে সাধারন মানুষ।

প্রশাসন সুত্রে জানা গেছে, তারা যে কোন দুর্যোগ মোকবেলার জন্য প্রস্তুত রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...