ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা

পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর মহিলা পরিষদের আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ মো: শাহ আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ পরিষদ সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী। জেলা মহিলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি হেলেনা রফিকের সভাপতিত্বে এবং জেলা মহিলা পরিষদ আন্দোলন সম্পাদিকা শিরিনা আফরোজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আফতাব উদ্দিন কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মাঈনুল আহসান মুন্না, পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু, মহিলা ইউপি সদস্য সুরাইয়া আক্তার হ্যাপি, মহিলা ইউপি সদস্য নিঝুম আক্তার প্রমুখ। সভায় মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা করেন জেলা মহিলা পরিষদ সাংগঠনিক খালেদা আক্তার হেনা। সভার শুরুতে দেশ ব্যাপি নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...