ব্রেকিং নিউজ
Home - জাতীয় - রাজনীতি অধ্যয়ন ফোরাম এর শততম বৈঠক অনুষ্ঠিত

রাজনীতি অধ্যয়ন ফোরাম এর শততম বৈঠক অনুষ্ঠিত

মো. রাসেল সবুজ >

রাজনীতি অধ্যায়ন ফোরাম এর ১০০ তম বৈঠক সোমবার ( ১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ঢাকার পরীবাগের সুকুরা মার্কেটের নিচ তলায় অনুষ্ঠিত হয়েছে।শততম অধ্যয়নের বিষয়বস্ত ছিলো- “উপমহাদেশের রাজনীতিতে ভারত-মার্কিন সামরিক চুক্তির প্রভাব।”

বিচারপতি শিকদার মকবুল হক এবং প্রফেসর আবুল কাশেম ফজলুল হক কেক কেটে শততম বৈঠকের শুভ সূচনা করেন।

মুক্তিযুদ্ধে সংগঠক ডাঃ আশরাফ আলী মোল্লার সভাপতিত্বে সভায় বিচারপতি শিকদার মকবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । উদ্ভোধনী বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষা রহিমা খন্দকার। বিষয়বস্তু উপস্থাপন করেন এস, জি কিবরিয়া দিপু।

মো. জাসেম আলমের সঞ্চলনায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, মো. ইসমাইল, এম. ডি হাবিবুল্লাহ, খন্দকার জিয়া, এম.এম মাসুদ, আজহার আলী মিয়া, এড. মাহাবুবুর রহমান,, এ,ইউ,জেড প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ এবং দেশের সকল মানুষের কল্যাণ কামনা ও সচেতন সকলকে বৈঠকে অংশগ্রহনের আমন্ত্রন জানিয়ে শততম বৈঠক শেষ করা হয়।14642594_656536524527258_1217365496_n

উল্লেখ্য, সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর প্রতি সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকার পরীবাগের সুকুরা মার্কেটের নিচ তলায় ‘রাজনীতি অধ্যয়ন ফোরাম’ নিয়মিত এই অধ্যয়ন বৈঠকের অায়োজন করে আসছে। বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ নিয়মিত এই বৈঠকে অংশগ্রহন করেন। দেশের জনপ্রিয় সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, সংগঠক ও বুদ্ধিজীবীগন অতিথি হিসেবে রাজনৈতিক অধ্যায়ন ফোরামে তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু এবং মো. রাসেল সবুজ এর সার্বিক ব্যবস্থাপনায় গত দুই বছর ধরে রাজনৈতিক অধ্যয়ন ফোরাম এর কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...