ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় কীটনাশক পানে আইরিন আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে । সোমবার রাতে ওই স্কুল ছাত্রী মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
নিহত আইরিন উপজেলার বেতমোড় গ্রামের মো. নাছির হাওলাদারের মেয়ে। সে বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখা পড়া করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ওই স্কুল ছাত্রীর সাথে তার মায়ের ঝগড়া হয়। মায়ের বকুনীতে অভিমান করে আইরিন নিজ ঘরের দরজা বন্ধ করে মাত্রাতিরিক্ত কীটনাশক করে। পরে পরিবারের লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া জানান,চিকিৎসা দেয়ার পর রাতে মেয়েটি মৃত্যুবরণ করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পরিরের নিকট হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...