ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলন কর্মসূচী

পিরোজপুরে মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলন কর্মসূচী

পিরোজপুর প্রতিনিধি >

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে প্রতি ঘরে প্রতিমাসে একখানা মুক্তিযুদ্ধের বই পৌছে দিতে মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলন শীর্ষক এক কর্মসূচী পিরোজপুর ও খুলনায় বাস্তবায়িত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন পাবলিক লাইব্রেরী খুলনার সাধারণ সম্পাদক এ.এইচ এম জামাল উদ্দিন পিরোজপুরে এই আন্দোলন সফল করার লক্ষ্যে এক সভায় মিলিত হন। পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দেশত্বাবোধ সৃষ্টির মূল ভিত্তি স্বাধীনতা সংগ্রামের পূর্নাঙ্গ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিজে জানা এবং অন্যকে জানতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের ভুমি সংস্কার বোর্ডের খুলনার উপ-ভুমি সংষ্কার কমিশনার উপ-সচিব এস এম রইজ উদ্দিন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল জলিল আকন, শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহবায়ক করে ২১ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়। বই পড়া শেষে একটি লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় থেকে একুশতম স্থান বিজয়ীগণ প্রত্যেকে ৫ হাজার টাকার পুরস্কার ও সনদপত্র পাবেন। পিরোজপুরে এই মুক্তিযুদ্ধের বই পড়া আন্দোলনের সহযোগিতায় থাকবেন পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...