ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার স্থগিত চার ভোট কেন্দ্রে ৩১ অক্টোবর পূনরায় ভোট গ্রহণ

মঠবাড়িয়ার স্থগিত চার ভোট কেন্দ্রে ৩১ অক্টোবর পূনরায় ভোট গ্রহণ

মঠবাড়িয়া প্রতিনিধি >

প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ার চার ইউনিয়নের চারটি ভোট কেন্দ্রে গোলযোগের কারনে স্থগিত হওয়া কেন্দ্র গুলো পূণরায়ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফার সময় মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১টি, দাউদখালী ইউনিয়নের ১টি, টিকিকাটা ইউনিয়নের ১টি এবং বড়মাছুয়া ইউনিয়নের ১টি কেন্দ্রে অনিয়ম-সহিংসতায় ওই সব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছিল। স্থগিত ভোট কেন্দ্রে পুনরায় ভোটের সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ৩১ অক্টোবর স্থগিত ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এসব ইউপিতে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই। বিদ্যমান প্রার্থীরাই পুনরায় ভোটে অংশ নেবেন।

৩১ অক্টোবর ধানীসাফা ইউনিয়নের উত্তর পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে, টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গণেশ হাওলাদার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
সূত্র জানায়, মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য ছয় ধাপের ইউপি নির্বাচনে সারাদেশে স্থগিত হওয়া ২০৫ ইউপির ৩৫০টি কেন্দ্র ও সমভোটে আটকে যাওয়া ৯৫টি কেন্দ্রে ৩১ অক্টোবর ভোট হবে।

তথ্য সূত্র > মঠবাড়িয়া নিউজ ডট কম

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...