ব্রেকিং নিউজ
Home - জাতীয় - শুধু প্রশিক্ষণ নয় শ্রম ও মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে – পিরোজপুর জেলা প্রশাসক

শুধু প্রশিক্ষণ নয় শ্রম ও মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে – পিরোজপুর জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আজকে দেশের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যেমে এই সরকার আজ স্বাবলম্বী করার প্রদক্ষেপ নিয়েছে। শুধু প্রশিক্ষণ নয় শ্রম ও মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পিরোজপুর জেলা সমাজ সেবা অধিদফতরের আওতায় দলিত, হরিজন ও বেধে জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ৫০ দিন ব্যাপী কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা সমাজ সেবা অধিদফতর কার্যালয়ে জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো: আল্ মামুন তালুকদার এর সভাপতিত্বে এ সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, জেলা বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, সেলাই প্রশিক্ষনার্থী দিপা রানী দাস ও কম্পিউটার প্রশিক্ষনার্থী জয় দাস। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজ সেবা অফিসার মোস্তফা ইখতিয়ার হোসেন। এ প্রশিক্ষণে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ৫০ জন কে ৫০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ উপকরণ ও আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা প্রদাণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...