ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ৭টি বিষয় সৃজনশীল না করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুরে ৭টি বিষয় সৃজনশীল না করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >
“মানি না, মানব না। অতিরিক্ত সৃজনশীল লিখব না, আমরা মানুষ রোবট না।” স্লোগানে পিরোজপুরে বিভিন্ন স্কুলের সাধারণ ছাত্র-ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরের সাধারণ ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আসিফ আফনান পিয়াল, নাফিউ, জামিল হাসান, আশিকুর রহমান, জুবায়েরুল ইসলাম, ইমন আহম্মেদ প্রমুখ। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তারা বলেন ৭ টি বিষয় সৃজনশীল পড়া ছাত্র-ছাত্রীদের পক্ষে অসম্ভব। আমরা ছাত্র-ছাত্রীদেরা মানুষ কোন রোবট নয় যে আমাদের দিয়ে যা খুশি তাই করানো সম্ভব। জোর করে আমাদের উপরে ৭টি সৃজনশীল বিষয় চাপিয়ে দিলে আমাদের পক্ষে এ ভার বহন করা অসম্ভব হয়ে পড়বে। ফলে পরিক্ষায় ভালো ফলাফল করা অসম্ভব হয়ে পড়বে। মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে দাবী জানান কোন ভাবেই যেন ৭ টি বিষয় সৃজনশীল করা না হয়। মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রীরা টাউন ক্লাব সড়ক থেকে একটি বিক্ষেভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিষ করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...