ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: অকরাম হোসেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, কলেজ উপাধ্যক্ষ গীতা রাণী মজুমদার, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. শাহীন রেজা, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কলেজ ছাত্র সংসদের ভিপি এস এম বায়জীদ হোসেন, শিক্ষার্থী জয়দেব চক্রবর্তী, দিরোজা আক্তার।
সমাবেশ পরিচালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সচিব কাজী মো. জাহাঙ্গীর আলম।এ সময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...